SR101 Music এবার হাজির হলো ভিন্ন ধরণের একটি র্যাপ গান নিয়ে
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ১২:০০:৩৩ অপরাহ্ন
ঈদের ধামাকা স্বরুপ SR101 Music এবার হাজির হলো ভিন্ন ধরণের একটি র্যাপ গান নিয়ে। গানটির নাম “কী জাদু” এবং গেয়েছেন C-Let এবং SQ। যদিও SR101 Music বিগত দিনগুলোতে তাদের র্যাপের দক্ষতার জন্য বারংবার দর্শক ও শ্রোতা মহলে প্রশংসিত হয়েছে তবে এই ধরণের পার্টি টাইপ/ক্লাব-ব্যাঙ্গার গান এই জনপ্রিয় ব্যান্ডটি আগে করেনি। গানটি নিয়ে গত কয়েক মাস ধরে ভক্ত-সমর্থকদের মনে ব্যাপক চাহিদা প্রতীয়মাণ ছিলো যখন এই গানের মূল স্রষ্টা C-Let গানটি তৈরির ঘোষণা দেন। অবশেষে এই ব্যান্ডের এ যাবৎকালের সর্বোচ্চ বাজেটের মিউজিক ভিডিওটি দর্শকদের সম্মুখে প্রদশর্ন উপলক্ষ্যে SR101 Official ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হয়। তাছাড়া বিশ্বের মুটামুটি সব ধরণের অডিও স্ট্রিমিং প্লাটফর্ম থেকে এই গানটি শুনা যাবে।
গানটিতে SR101 Music এর প্রতিষ্টাতা C-Let এর সাথে কণ্ঠ দিয়েছেন আরেক উদীয়মান কণ্ঠশিল্পী SQ। নতুন প্রতিভার অন্বেষণে ব্যান্ডের প্রতিষ্টাতা সচরাচর সরব আর তারই প্রেক্ষিতে SR101 এর এবারের সংযোজন SQ। উল্লেখ্য বিগত বছরে SR101 Music আরেক সিলেটি র্যাপার, গীতিকার এবং সংগীতশিল্পী B. Monk কে তাদের ব্যান্ডে যুক্ত করে।
“কী জাদু” শিরোনামের এই গানের সঙ্গীতায়োজন করেছেন ভারতের দু’জন গুণী সুরকার The Dropletz। এই গানটি মূলত C-Let এর একটি পুরনো গানের নতুন সংস্করণ। গানটি এক যুগ আগে প্রথম ইউটিউবে প্রকাশিত হয় “Gangsta Love” শিরোনামে। গানটি সিলেটি-ইংরেজী ভাষায় রচিত এবং গানের অডিও ইঞ্জিনিয়ারিং করেন SQ, MadeInQns এবং The Dropletz।
হঠাৎ দেখে প্রেমে পড়া এবং পরিশেষে ভিলেনের ক্রোধের শিকারে পড়তে হয় প্রেমিকযুগলকে। এই থিমপূর্বক ভিডিওতে অভিনয় করেন Minu Chowdhury, C-Let এবং SQ। দৃষ্টিনন্দিত এই মিউজিক ভিডিও নির্মাণ করেন আমেরিকার দু’জন তরুণ বাঙ্গালী নির্মাতা। ধ্রুব সাহা এবং নাসিম এর ক্যামেরার ফ্রেমে বন্দী এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেন C-Let, Dhruv Saha এবং Nasim।
গানটি SR101 Official ইউটিউব সহ অন্যান্য সব অডিও/ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে বিদ্যমান।