লিবিয়ায় আটকেপড়া অভিবাসীদের দেশে ফেরানোর আকুতি স্বজনদের
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২১, ৬:৫০:৩৯ অপরাহ্ন
অ’বৈধ পথে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় আ’টকেপড়া অ’ভিবাসীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন স্বজনরা। তাদের দাবি, আ’টক অ’ভিবাসীরা কারাগারে অসহনীয় ক’ষ্টে দিনাতিপাত করছেন।
বুধবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে লিবিয়ায় আ’ট’কেপড়া ব্যক্তিদের স্বজনরা সরকারের কাছে এই আর্জি জানান। তারা বলেন, আমাদের সন্তানরা লিবিয়ার হাজতে মৃ’ত্যুর মুখে। তাদেরকে ঠিকমতো খেতে দিচ্ছে না। কেউ এক বছর, কেউ ১০ মাস ধরে হাজতে আ’ট’কে আছে।
লিবিয়ার কারাগারে আ’ট’কে থাকা আকাশ খান নামে এক অ’ভিবাসীর বাবা হায়দার আলী খান বলেন, ইলিয়াস নামে এক দালালের মাধ্যমে আমা’র ছে’লে ইতালি যাওয়ার জন্য লিবিয়া যায়। সেখানে আমা’র ছে’লেসহ অনেক জন লিবিয়ায় আ’ট’কা পড়ে। আজ সে ১০ মাস ধরে আ’ট’কে আছে। আম’রা ঠিকমতো যোগাযোগ করতে পারি না। তারা ঠিকমতো খেতে পায় না। তাকে দেশে নিয়ে আসতে পারলেই একটু শান্তি পাইতাম।
রবিউল ফরাজী নামে আরেক অ’ভিবাসীর সহধ’র্মিণী সোনিয়া বেগম বলেন, আমা’র স্বামী এক বছর হচ্ছে লিবিয়ায় গেছে। সেখানে যাওয়ার দুই মাস পর লিবিয়ার পু’লিশ তাদের আ’ট’ক করে নিয়ে যায়। তাকে টাকা দিয়েও জে’ল থেকে আম’রা ছাড়াতে পারছি না।
এসময় স্বজনরা কা’ন্নায় ভেঙে পড়েন। তারা বলেন, আম’রা কিছু চাই না, আমাদের সন্তানদের আমাদের কাছে ফিরিয়ে দিন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য যেন সরকার দ্রুত ব্যবস্থা নেয়।
মানববন্ধনে ভুক্তভোগীদের প্রায় অর্ধশতাধিক স্বজন উপস্থিত ছিলেন।