যুতরাষ্ট্রের মানবিক কন্যা বাংলাদেশী প্রিসিলা অ’সুস্থ, হাসপাতা’লে ভর্তি
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২২, ১১:৫৪:৩২ অপরাহ্ন
যু’ক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। এক সময় অ’ভিনয়, মডেলিং, নাচ ও গানের চর্চা করতেন। গান গেয়ে নিউইয়র্কে পুরস্কারও পেয়েছিলেন। ব্রডওয়ে শোতে পারফর্মের জন্যও নির্বাচিত হয়েছিলেন।
তবে সব ছাপিয়ে প্রিসিলা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত পেয়েছেন মানবিক কন্যা হিসেবে। বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই শীতের মধ্যেও বাংলাদেশের পাঁচ শতাধিক মানুষকে জ্যাকেট ও গরম কাপড় দিয়েছেন। গত কয়েক মাসে দেশের নিম্নআয়ের মানুষদের স্থাপন করে দিয়েছেন ৩০টির বেশি নলকূপ।
সবার প্রিয় প্রিসিলা করো’নায় আ’ক্রান্ত হয়ে গত তিন ধরে হাসপাতা’লে ভর্তি আছেন। প্রিসিলা নিজেই আজ শুক্রবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কের একটি হাসপাতা’লে ভর্তি আছেন বলে জানিয়েছেন যু’ক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণী।
দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। অ’সুস্থতার কারণে পূর্বনির্ধারিত সব অনুষ্ঠানও আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিসিলা।