বানভাসী মানুষকে পর্যাপ্ত ত্রাণের দাবিতে বাসদের মানববন্ধন
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২২, ৭:২২:৫০ অপরাহ্ন
বানভাসী মানুষদের পর্যাপ্ত ত্রাণ ও নগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল ৬টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নির্মাণ শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মামুন বেপারি, চালক সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক মনজুর আহমদ, চা শ্রমিক ফেডারেশনের সন্দিপ রঞ্জন নায়েক, ইউসুফ আহমদ, রুমান আহমদ, লোকমান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, নগরীর জলাবদ্ধতা অন্যতম কারণ অপরিকল্পিত উন্নয়ন ও উন্নয়নের নামে লুটপাট। বছরের পর বছর জলাবদ্ধতা নিরসনে শত শত কোটি টাকা ব্যয় হলেও পরিকল্পিত, টেকসই উন্নয়ন না হওয়ায় আজও সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন হয়নি। জলাবদ্ধতায় জনদুর্ভোগের দায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কিংবা সংশ্লিষ্টরা এড়াতে পারেননা। নেতৃবৃন্দ, বানভাসী মানুষদের পর্যাপ্ত ত্রাণ ও নগরীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি