জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে গায়ে আগুন দিলেন কুষ্টিয়ার যুবক
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৬:১১:১০ অপরাহ্ন
জানা গেছে, ওই যুবক বলে গেছেন, তিনি হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পেতেন। নানাভাবে চেষ্টা করেও পাওনা আদায় করতে না পারায় সোমবার বিকেলে তিনি জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।
সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান হাফিজ জানান, খবর পেয়ে শাহবাগ থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
সিনিয় যুবকের নার সাংবাদিক ইকবাল মোহাম্মদ খান পুলিশের বরাত দিয়ে জানান,ম কাজী আনিস। তিনি পাওনা টাকার ব্যাপারে সংবাদ সম্মেলনও করেছিলেন বলে জানা গেছে।