প্রতারণার দায়ে লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ীর জরিমানা
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৬:৫৩:৫৮ অপরাহ্ন
লক্ষ্মীপুরে প্রতারণার দায়ে বীজ ব্যবসায়ী মো. মাসুদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া ‘মাসুদ বীজ ভান্ডার’ নামে প্যাকেটজাত করে বিক্রির দায়ে তাকে এ জরিমানা করা হয়।
সোমবার সকালে শহরের মাছ বাজার গলিতে অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। মাসুদ অনুমোদন ছাড়া নিজ দোকানে নামে বীজ প্যাকেটজাত করে কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন। এজন্য তাকে জরিমানা করা হয়েছে৷
এ সময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।