পদত্যাগ করার খবর অস্বীকার করেছেন পোপ ফ্রান্সিস
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৭:১৩:৫৯ অপরাহ্ন
বিভিন্ন মিডিয়াতে খবর ছড়িয়েছে আগস্টের শেষের দিকে একটি নতুন ভ্যাটিকান সংবিধান নিয়ে আলোচনা করার জন্য বিশ্বের কার্ডিনালদের সাথে বৈঠকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন পোপ ফ্রান্সিস। রয়টার্স
তবে ভ্যাটিকান বাসভবনে একটি সাক্ষাৎকারে, পদত্যাগ করার পরিকল্পনা করছেন এমন খবর প্রত্যাখ্যান করেছেন পোপ ফ্রান্সিস এবং বলেছেন তিনি এই মাসে কানাডা সফরের পথে আছেন এবং আশা করছেন যত তাড়াতাড়ি সম্ভব মস্কো এবং কিয়েভে যাবেন। এছাড়াও গত মাসে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পরে গর্ভপাতের নিন্দার পুনরাবৃত্তি করেন পোপ ।
এদিকে পোপ ফ্রান্সিস তার ক্যান্সার হওয়ার গুজবও অস্বীকার করেছিলেন, তিনি জানান, তার ডাক্তাররা এ সম্পর্কে তাকে কিছু বলেননি। পোপ প্রথমবারের মতো হাঁটুর অবস্থার বিশদ বিবরণ দিয়েছেন যার কারনে তিনি হাঁটতে পাচ্ছেন।